জনপ্রিয়

অভিযাত্রিকের ২৩২৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩২৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান বাবু – এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসরে সাঈদ সাহেদুল ইসলাম- এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সূফী জাহিদ হোসেন, বিমলেন্দু রায়, মনজিল মুরাদ লাভলু, মাসুদ বশীর, বজলুর রশীদ, জাহিদ হোসেন, জোসেফ আখতার, সাঈদ সাহেদুল ইসলাম, বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত নাট্যকার সালাম খান তরুন, ফারহান শাহীল লিয়ন, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, রোমানুর রহমান রোমান, প্রিতম রায়, প্রমুখ। আসরে স্বরচিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আসরে পঠিত লেখাগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এ সপ্তাহের সেরা লেখক হিসেবে মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বিজয় অর্জন করেন। আসরে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সূফী জাহিদ হোসেন। উল্লেখ্য যে, ১৬ ফেব্রুয়ারি’২০২৪, প্রাবন্ধিক বিমলেন্দু রায়ের জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

  • অভিযাত্রিকের ২৩২৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত