দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরে ৯ বছর বয়সী মাদরাসাছাত্রী ময়না আক্তার হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। বিচার দাবিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী।
এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্বরোড ছাত্র ঐক্য, সরাইল সরকারি কলেজের শিক্ষার্থীরা, সরাইল ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিশ্বরোডের আব্দুল কুদ্দুস মাখন চত্বর এবং আশপাশের এলাকাজুড়ে এ বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত বক্তারা বলেন, “শাহবাজপুরে শিশু ময়না আক্তারকে যেভাবে হত্যার পর মসজিদের দ্বিতীয় তলায় লাশ ফেলে রাখা হয়েছে—তা সভ্য সমাজে অকল্পনীয়। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড চাই।”
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. ইমরান হোসেন, আবু বক্কর সানি, মো. রেজুয়ান সিদ্দিক (বিশ্বরোড ছাত্র ঐক্য), সরাইল যুবদলের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, ছাত্রদল নেতা মো. জামাল লস্কর ও সরাইল কলেজের বিভিন্ন শিক্ষার্থী।
এর আগে গত ৬ জুলাই (রোববার) সকালে নিখোঁজ হয় ৯ বছরের শিশু ময়না আক্তার। পরদিন সকালে শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়না প্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
এ ঘটনায় মসজিদের ইমাম, সহকারী ইমামসহ এ পর্যন্ত ৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, “আমরা কিছু গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য পেয়েছি। তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে এবং শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।”